![]() | Login | Sign Up |
ধাঁধাচর্চা আপনার মস্তিষ্কের বিকাশ ঘটায়। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে বুদ্ধি বাড়ায়। সে নিমিত্তে রইলো আপনাদের জন্য আজকের চারটি ধাঁধা-
১. ‘কাটলে বেড়ে যাবে, সব শেষে জল পাবে।’
২. ‘কাজ করি সুড় দিয়ে
নই আমি হাতি।
পরের উপকার করি তবু খাই লাথি।’
৩. ‘কায়স্ত অস্ত্র ছাড়া,
পাঁঠা ছাড়ল পা।
/>
লবঙ্গে বঙ্গ ছাড়া, এনে দেব তা।’
৪. ‘কালো মুখো পুত যার
বুকে আঘাত করে,
কিন্তু মার অভিশাপে জ্বলে-পুড়ে মরে।’
গতদিনের ধাঁধাগুলোর উত্তর -
১. ‘এমন একটি কাপের নাম
বলো দেখি ভাই।
যে কাপেতে চা চিনি দুধ পানি একটুও নাই।’
উত্তর: বিশ্বকাপ
২. ‘একটি শহরের নাম,
যা খোলা নয়।
কিন্তু সত্যি তা নয়,
না বলতে পারলে সবাই বোকা কয়।’
উত্তর: খুলনা
৩. ‘এমন একটা গাই আছে,
যা দেই তা-ই খায়, পানি দিলে মরে যায়।’
উত্তর: আগুন
৪. ‘এমন একটা দেশ চাই,
যে দেশে মাটি নেই।
এমন আজব দেশের নাম, কি বলো তো ভাই।’
উত্তর: সন্দেশ
সর্বশেষ পাঠকের মন্তব্য