![]() | Login | Sign Up |
আমার মনে হয় আমরা সকলেই জানি যে, সামনে আসতে চলেছে “মুজিব বর্ষ”।
তবুও যারা মুজিব বর্ষ কি? জানেন না তাদেরকে জানিয়ে দেই,
মুজিব বর্ষ হল বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের জন্য ঘোষিত বর্ষ। বাংলাদেশ সরকার ২০২০-২১ খ্রিস্টাব্দকে মুজিব বর্ষ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে।
২০২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ
থেকে ২০২১ খ্রিস্টাব্দের ২৬
মার্চ পর্যন্ত এ বর্ষ উদ্যাপন করা হবে।
বাংলাদেশের জাতির পিতা এবং বঙ্গবন্ধু খ্যাত এই তেজস্বী নেতা অবিভক্ত ভারতের পূর্ববঙ্গে (বর্তমানে বাংলাদেশের গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে) ১৯২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ জন্মগ্রহণ করেন।
আবার ২০২১ খ্রিস্টাব্দের ২৬শে মার্চ তারিখে বাংলাদেশের স্বাধীনতার অর্ধ-শত বার্ষিকীতে পদার্পণ করবে। দেশটির
স্বাধীনতা সংগ্রামে শেখ মুজিবুর রহমান ওতপ্রোতভাবে জড়িত থাকায় ঘোষিত বর্ষটি বিশেষ তাৎপর্যপূর্ণ।
তো আশা করি বুঝতে পেরেছেন?
মুজিব বর্ষ কি?
আসলে মুজিব বর্ষ এটা আমাদের গর্বের একটি বছর, এ বছরে বঙ্গবন্ধুর সকল ইচ্ছা পূরণ হয়েছে,
সে চেয়েছিলো বাংলাদেশ-কে স্বাধীন করতে,
সে চেয়েছিলো গরীব দুঃখীর দুঃখ মুছে দিতে,
সে চেয়েছিলো পদ্মা-সেতু তৈরী করতে,
তবে দুঃখের বিষয় এটাই যে, তার প্রতিটি সপ্ন সে পূরণ করতে পারে নি,
তবে তার সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী সেইসব করে দেখিয়েছে,
আমরা উপরের লেখা থেকে জানলাম যে, ২০২০ খ্রিস্টাব্দের ১৭ই মার্চ থেকে মুজিব বর্ষ শুরু হতে যাচ্ছে,
যারা টেলিভিশন দেখেন তারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন?
বাংলাদেশী প্রতিটি টিভি চ্যানেলের উপরেই মুজিব বর্ষ শুরুর সময় গণনা হচ্ছে...........
সেরকমই আপনি কি চান না আপনার সাইটের টেলিভিশনের মতোন মুজিব বর্ষের সময় গণনা করাতে?
হুম, আমি আজ আপনাদেরকে ফ্রী ১০০০৳ মূল্যের এই মুজিব বর্ষের গণনার কোডটি ফ্রীতে দিয়ে দিবো,
বিশ্বাস হচ্ছে না তো যে, কোডটির দাম কি না ১০০০৳ টাকা?, আচ্ছা প্রমাণ দেখুন,
সর্বশেষ পাঠকের মন্তব্য