![]() | Login | Sign Up |
মাছ ধরতে গিয়ে ১৬ বছরের কিশোরের ঘাড়ে গেঁথে যায় একটি মাছ। ওই কিশোরের নাম মহম্মদ ইদুল। জানা যায়, ইন্দোনেশিয়ার দক্ষিণ-পূর্বের প্রদেশ সুলাওয়েসির বুটন দ্বীপে অন্যদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল ইদুল।
নিডলফিশ নামে মাংসাশী সে মাছটি হটাৎ লাফিয়ে আসে তার দিকে। সে সরে যাওয়ার আগেই তার ঘাড়ে গেঁথে যায় মাছটি।
এই মাছের সামনের
অংশটি শক্ত, সরু, ছুঁচালো। এদের পাতলা চোয়ালে ধারালো দাঁতও থাকে। প্রায়ই এরা জল থেকে লাফিয়ে ওঠে।
ঠিকভাবে ধাক্কা মারলে এদের সরু ছুঁচালো মুখ যে মানুষের চামড়া ভেদ করে ঢুকে যেতে পারে।এদের নোনা ও মিষ্টি দুই রকম জলেই পাওয়া যায়। খবর আনন্দবাজারের।
সর্বশেষ পাঠকের মন্তব্য