![]() | Login | Sign Up |
মামা: কিরে এ প্লাস পেয়েছিস?
পল্টু: না মামা, আমি তো ফেল করেছি।
মামা: এ কথা তুই হেসে হেসে বলছিস? মানে কী?
পল্টু: পাশের বাসায় ইসরাতও ফেল করেছে তাই।
মামা: মানে কী?
পল্টু: ওর বাবা বলেছিল, ও ফেল করলে ওকে রিকশাওয়ালার সাথে বিয়ে দেবে।
মামা: রিকশাওয়ালার সাথে তোর কী সম্পর্ক!
পল্টু: আমার বাবা বলেছিল, ফেল করলে আমাকে রিকশা কিনে দেবে।
****
সর্বশেষ পাঠকের মন্তব্য