![]() | Login | Sign Up |
নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলকে হারিয়ে যুব বিশ্বকাপে প্রথমবারের মতো ফাইনালে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে ১০০ রান করেছেন মাহমুদুল হাসান জয়।
নিউজিল্যান্ডের দেয়া ২১২ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২৩ রানের মাথায়
ব্যক্তিগত ৩ রান করেই সাজঘরে ফেরেন বাংলাদেশকে নির্ভরযোগ্য ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম।তার কিছুক্ষণ পরেই ৩২ রানের মাথায় মাত্র ১৪ রান করেই হ্যানককের শিকার হয়ে আউট হন পারভেজ হোসেন ইমন।
দলের এমন পরিস্থিতিতে হাল ধরতে ক্রিজে আসেন মাহমুদুল হাসান জয় ও তৌহিদ হৃদয়। এই জুটি দেখে শুনে ব্যাট করতে থাকেন। তবে ৪৭ বলে ব্যক্তিগত ৪০ রান করে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
হৃদয়ের আউটের পর ক্রিজে আসেন বাংলাদেশকে সেমিফাইনালে আনা শাহাদাত হোসেন। তাকে সাথে নিয়ে ইনিংস যেন আরো বড় করতে থাকেন মাহমুদুল ইসলাম জয়। তুলে নিন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরি। ১২৭ বলে ১০০ রান করে আউট হন তিনি। তবে ততক্ষণে দল পৌঁছে গেছে জয়ের বন্দরে।
আইসিসি অনুর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমে নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করে অপরাজিত থাকেন গ্রিনাল। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন লিডস্টোন। বাংলাদেশের বোলারদের মধ্যে পেসার শরিফুল ইসলাম ৪৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া শামীম হোসেন ২টি, রাকিবুল হাসান ১টি ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন।
এবারের আসরের শুরুটা দুর্দান্ত ছিল বাংলাদেশের। ‘সি’ গ্রুপে নিজেদের প্রথম দু’ম্যাচে জিম্বাবুয়েকে বৃষ্টি আইনে ৯ উইকেটে ও স্কটল্যান্ডকে ৮৯ রানে হারায় তারা। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারনে পরিত্যক্ত হয়। তবে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার লিগ কোয়ার্টাও ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। শেষ আটে ওয়েস্ট ইন্ডিজকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে নিউজিল্যান্ড।
টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইতোমধ্যে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। - বাংলাওয়াশক্রিকেট
সর্বশেষ পাঠকের মন্তব্য