![]() | Login | Sign Up |
বাংলাদেশ টেস্ট দল থেকে বাদ পড়েই সিলেটে বল হাতে আগুন ঝড়ালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। বিসিএলের ম্যাচে নর্থজোনের বিপক্ষে একাই নিয়েছেন ৪ উইকেট।
তার দুর্দান্ত বোলিংয়েই প্রথম ইনিংসে মাত্র ১৭০ রান করেও ৪ রানের লিড পেয়েছে সেন্ট্রালজোন। ৩ উইকেটে ৮৫ রান নিয়ে দিনশুরু করলেও মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে আজ মাত্র ১৬৬ রানেই অল আউট হয়ে নর্থজোন৷ জুনায়েদ সিদ্দিকি, মুশফিকুর রহিমদের মত ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়ে ২৩ ওভার বল করে ৬৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছে মোস্তাফিজ।
সর্বশেষ পাঠকের মন্তব্য