![]() | Login | Sign Up |
একদিন এক বাঙালি আর এক ইংরেজ ট্রেনে যাচ্ছিল ।
হঠাৎ ইংরেজ লোকটি বাঙালির জুতা ট্রেনের বাইরে ফেলে দিল ।
এতে বাঙালি লোকটি ভীষণ রাগান্বিত হলো ।
কিছুক্ষণ পর ইংরেজ লোকটি তার সিটের পাশে তার সাহেবী টুপিটা রেখে টয়লেটে গেল ।
কিন্তু টয়লেট থেকে এসে দেখে টুপি নেই । সে বাঙালি
লোকটিকে জিজ্ঞাসা করে ।
বাঙালি লোক বলে, "আপনার টুপি আমার জুতোকে আনতে গিয়েছে ।
মূলবাণী : ইটটি মারলে পাটকেলটি খেতে হয় ।
সর্বশেষ পাঠকের মন্তব্য